শিরোনাম:
গোপালগঞ্জের সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন খুবি শিক্ষার্থী হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ লস এঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতি দেখতে ক্যালিফোর্নিয়াতে ট্রাম্প বিস্ফোরক মামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার সংস্কার সম্পূর্ণ সম্ভব না হলেও যতটা সম্ভব এগিয়ে রাখতে বললেন জামাত আমের ২১ বছর সময় লাগবে গাজার ধ্বংসস্তূপ সরাতে যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল গণতন্ত্র ছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য থাকলে সরকার সংকটে পড়বে মাদারীপুরে বস্তাবন্দি মরদেহের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করেছে পুলিশ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক

প্রতিনিধির / ৩২৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
প্রশান্ত কুমার (পি কে) হালদার
প্রশান্ত কুমার (পি কে) হালদার

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে প্রথম দিন সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের উপ-পরিচালক সালাউদ্দিন। এদিন তার জবানবন্দি শেষ হয়। এরপর আদালত বাদীর জেরার জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

পি কে হালদার ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রীতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায়, স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এদের মধ্যে অবন্তিকা, শঙ্খ, সুকুমার ও অনিন্দিতা কারাগারে আছেন।

মামলা সূত্রে জানা যায়, দেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার নামে-বেনামে বিভিন্ন কোম্পানির নামে সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নেন। পরবর্তী সময়ে এ টাকা ফেরত না আসায় ওই চার আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের টাকা ফেরত দিতে গিয়ে বিপাকে পড়ে।

প্রতিষ্ঠান চারটি হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ