শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

চেয়ারম্যানের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রতিনিধির / ১৮৭ বার
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
চেয়ারম্যানের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
চেয়ারম্যানের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জীবনের পরিবার জানায়, ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার আমতলী বাজারে জীবন ও তার পিতা ফরহাদ হোসেনকে ডেকে নেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান। কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান আসাদ ও তার সহযোগীরা বাবা-ছেলেকে মারধর করেন। আহত অবস্থায় তাদেরকে প্রথমে নাটোর সদর হাসপাতালে এবং পরে ওই দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবনের অবস্থার অবনতি হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে দুপুর ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছিলেন।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মারধরের ঘটনায় মঙ্গলবার দুপুরে জাহানারা বেগম উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাইকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ