আগামী পয়লা অক্টোবর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই মন্ডপে মন্ডপে তাই জোরেশোরই চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। তবে চার আঙুল কপাল জুড়ে চিন্তার ভাঁজ ফেলছে লাগামহীন মূল্যস্ফীতি। দেবী দূর্গাকে সাজাতে তাই হিমশিম খাচ্ছেন কারিগররা।তারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবারে সব কিছুর দ্দাম বেশি। তারা যেভাবে কাজ চায় কিন্তু ওই টাকার তুলনায় আমরা ওইরকম কাজ করতে পারিনা।
চল্লিশ বছরের পুরোনো তুলশি বাড়ির পুঁজোও রঙ হারিয়েছে। উদযাপনে নেই আগের সেই জাঁকজমক।এবার পুজোর ব্যস্ততায় দম ফেলবার ফুরসৎ না মিললেও, মন ভালো নেই তাই ডেকোরেটর শ্রমিকদেরও। কাজ বাড়লেও বাড়েনি মজুরি।তারা বলছেন, সব কিছুরই মূল্য বেড়েছে কিন্তু আমাদের পারিশ্রমিক এখনো বাড়েনি। আমাদের জন্য যে বাজেট রাখা হয় তার ভেতরে কাজ চালিয়ে নেয়াটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের পারিশ্রমিকে পরিবর্তন আসুক।