খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও বলেন, আজ মাগরিব বাদ খুলনা বিএনপি কার্যালয়ের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে এশা বাদ শহীদ হাদিস পার্কে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।