সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর জনমিলন কেন্দ্রে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে সকল ধর্মাবলম্বীদের সমন্বয়ে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মৌলভীবাজার-হবিগঞ্জ (সংরক্ষিত) মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, টাউন দেওয়ানি জামে মসজিদের ইমাম মাওলানা মুহিত উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ।