সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

কোহলি-সূর্যকুমারের ব্যাটে ভারতের সিরিজ জয়

প্রতিনিধির / ২৮৯ বার
আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
কোহলি-সূর্যকুমারের ব্যাটে ভারতের সিরিজ জয়
কোহলি-সূর্যকুমারের ব্যাটে ভারতের সিরিজ জয়

হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে রোহিত শর্মার দল। অ্যারন ফিঞ্চদের ৭ উইকেটে ১৮৬ রানের জবাবে ভারত এক বল বাকি থাকতেই ৪ উইকেটে ১৮৭ রান তুলে নেয়।

জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যর্থ ভারতের দুই ওপেনারই। প্রথমেই আউট হন সহ-অধিনায়ক লোকেশ রাহুল (১)। অধিনায়ক রোহিত ভাল শুরু করেও আউট হলেন কামিন্সের বলে। তিনি করলেন ১৪ বলে ১৭ রান। দলের ইনিংসের হাল ধরলেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। দুবাইয়ের পর তাকে আবার চেনা মেজাজে পাওয়া গেল। ২২ গজে কোহলিকে সঙ্গ দিলেন সূর্যকুমার যাদব। বেশি আগ্রাসী ছিলেন সূর্যকুমার। কোহলি তাকে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে তুললেন ১০৪ রান।

শেষ পর্যন্ত ৩৬ বলে ৬৯ রান করে গ্রিনের বলে আউট হলেন সূর্যকুমার। মারলেন ৫টি করে চার এবং ছয়। অর্ধশতরান করলেন কোহলিও। ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেললেন তিনি। কোহলির ব্যাট থেকে এল ৩টি চার এবং ৪টি ছক্কা। ভাল ব্যাট করলেন হার্দিক পান্ডিয়া।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories