কারাগারে আটক বগুড়া জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান আকন্দের নামে থানায় আরো একটি মামলা দায়ের হয়েছে। চাঁদা দাবি, ভয়ভীতি দেখানো, প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে মামলাটি দায়ের করা হয়। বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডেরর ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাদি হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, বগুড়া রেলওয়ে (কর্মচারি) কল্যাণ ট্রাস্টের লীজ নেওয়া ৪ দশমিক ৪৮ একর জায়গায় নির্মাণকাজের জন্য শুকরা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দকে ঠিকাদার নিযুক্ত করা হয়। মার্কেট নির্মাণ শেষে তিনি বেআইনী ও প্রতারণামূলক ভাবে দোকান বরাদ্দ দেওয়ার নামে তিনজনের কাছ থেকে ৩ লক্ষ টাকা এবং মুদ্রণপল্লী বগুড়ার পক্ষে আলহাজ্ব মাহবুবুর রহমানের কাছ থেকে দোকানের পজিশন হস্তান্তরের জন্য ১৭ কোটি টাকা গ্রহণ করেন। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে দোকানের পজিশন হস্তান্তরের কোনো ক্ষমতা না থাকা সত্ত্বেও গোপনে তিনি এ কাজ করেছেন। এ ছাড়াও আরো অনেকের সাথে ভুয়া ও অবৈধ চুক্তিপত্রের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলায় আরো উল্লেখ করা হয়, বাদি বিষয়টি জানতে পেরে গত ১৩ সেপ্টেম্বর বিকেলে বগুড়া রেল স্টেশন এলাকায় তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, সমিতিকে লাভের টাকা তো দেবেই না বরং আরো ৪ কোটি টাকা চাঁদা দিতে হবে। না হলে সমিতির লোকজনকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর বগুড়া রেলওয়ের জায়গায় নির্মিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী মার্কেটের অবৈধ স্থপনা উচ্ছেদ করা হয়। ওই স্থাপনা নির্মাণের ঠিকাদার ছিলেন আব্দুল মান্নান আকন্দ। উচ্ছেদ অভিযান চলাকালে সেখানে বগুড়া রেলওয়ের বুকিং সহকারী রায়হান কবির ও অবৈধ স্থাপনার বিষয়ে অভিযোগকারী মাহমুদুন্নবী রাসেলের ওপরে হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় মার্কেট কমিটির পরিচালক ও আহত রায়হান কবিরের বাবা হায়দার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামী ছিলেন আব্দুল মান্নান আকন্দ।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ওই মামলায় তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক শুনানী শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বগুড়া আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জী জানান, আদেশের পরপরই তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।