ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান (৮০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী আহসান হাবীব জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকে নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার বাবার নাম মফিজ খান। তার হাজতি নম্বর ১২১৫৯/১৯।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।