শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে নিহত ৪

প্রতিনিধির / ২৬৩ বার
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে নিহত ৪
ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে নিহত ৪

ফিলিপাইনে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নুরু। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই উদ্ধার কর্মী বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছর দেশটিতে এটি সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের ঘটনা।

রোববার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে আঘাত হানে।

লুজোন দ্বীপটিতে ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেকের বাস। এছাড়া দেশের অর্থনীতির দুই তৃতীয়াংশের বেশি এই অঞ্চলের ওপর নির্ভরশীল।

বুলাকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো বলেছেন, প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের পাঁচজন কর্মী সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযান চালানোর সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, ‌আমি মনে করি আমরা খুবই ভাগ্যবান। গত দুই দিনে আমরা যা করেছি তা থেকে এটি পরিষ্কার যে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের যথেষ্ঠ প্রস্তুতি ছিল।

এর আগে ঘূর্ণিঝড় নুরুর কারণে ৭৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সরকার। একই সঙ্গে রাজধানী ম্যানিলায় বন্যা সতর্কতা জারি করে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ