শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

ঘাটের ইজারায় দুর্নীতি, ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

প্রতিনিধির / ১৮৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
ঘাটের ইজারায় দুর্নীতি, ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
ঘাটের ইজারায় দুর্নীতি, ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

নগরবাড়ির দুইটি ঘাটের ইজারা নিয়ে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকালে কমিশনের বৈঠকে মামলাটির অনুমোদন দেওয়া হয়।

সংস্থাটির উপসহকারী পরিচালক আলিয়াজ হোসেন বলেন, যে কোনো সময় আসামিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হবে।

মামলায় গোলাম সাদেক ছাড়া অন্য আসামিরা হলেন, বিআইডব্লিউটিএ’র সদস্য দেলোয়ার হোসেন, দুই পরিচালক আবু জাফর হাওলাদার ও ওয়াকিল নওয়াজ, অতিরিক্ত পরিচালক সাইফুল, যুগ্ম পরিচালক জুলফা খানম, উপপরিচালক মোস্তাফিজুর রহমানসহ সাবেক তিন উপপরিচালক সেলিম রেজা, কবির হোসেন, মাসুদ পারভেজ।

এছাড়া তিন ইজাদারকেও মামলায় আসামি করা হবে। তারা হলেন, এজাজ আহমেদ সোহাগ, সাইফ আহমেদ ইমন এবং রফিকুল ইসলাম খান।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, আরিচার নগরবাড়ি, কাজিরহাট, নরাদহ নদী বন্দরে ইজারা দেওয়ার সময় কোনো নিয়ম নীতি মানা হয়নি। এভাবে ২০২০-২১ এবং ২০২১-২২ এ দুই অর্থবছরে দুর্নীতির মাধ্যমে ইজারা দিয়ে ৬ কোটি ৮০ লাখ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এতে পরস্পর যোগসাজশে লাভবান হয়েছে আসামিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ