বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন

মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির / ২৫৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বসিলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আফজাল মিয়া (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আফজালের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামে। তার বাবার নাম জহুর আলী।

আফজালের ছোট ভাই জুয়েল মিয়া জানান, তারা পেশায় রাজমিস্ত্রি। বসিলা স্বপ্ন ধারা এলাকায় একটি নির্মাণাধীন ১৫ তলা ভবনে কাজ করছিলেন আফজাল। সেখান থেকে অসাবধানবশত চার তলার নিরাপত্তা বেষ্টনীর উপরে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ