সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ম্যানহাটনের মুসলিম সম্মেলনে যোগ দিলেন নিউইয়র্কের বহু পুলিশ

প্রতিনিধির / ২৯০ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
ম্যানহাটনের মুসলিম সম্মেলনে যোগ দিলেন নিউইয়র্কের বহু পুলিশ
ম্যানহাটনের মুসলিম সম্মেলনে যোগ দিলেন নিউইয়র্কের বহু পুলিশ

নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় গত রোববার অনুষ্ঠিত হলো মুসলিমদের বার্ষিক সম্মেলন বা ডে প্যারেড।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মুসলিমরা এসে প্রতিবছর এ সম্মেলনে যোগ দেন। এ বছর উদযাপন করা হয় ৩৮তম বার্ষিক সম্মেলন। খবর আনাদোলুর।

এবার এ সম্মেলনে যোগ দিয়েছেন নিউইয়র্কের অসংখ্য পুলিশ সদস্য। অনেককেই ইউনিফর্ম পরা অবস্থায় এতে যোগ দিতে দেখা গেছে।

এ উপলক্ষ্যে ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে ২৪ নম্বর থেকে ২৬ নম্বর সড়ক পর্যন্ত বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্য ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের মুসলিম কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

র্যালিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকরা।

এসব পবিত্র কাবা শরিফ এবং আল-আকসা মসজিদের ছবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে র্যালিটি।

পরে খাবার উৎসব এবং মনোজ্ঞ ইসলামিক সংগীতানুষ্ঠানেও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories