শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর সম্পদের তথ্য চেয়েছে দুদক

প্রতিনিধির / ১৮৫ বার
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর সম্পদের তথ্য চেয়েছে দুদক
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীর সম্পদের তথ্য চেয়েছে দুদক

গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে ওই কর্মকর্তার সম্পদের তথ্য চাওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, ইব্রাহিম খলিল গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত। চাকরি জীবনে তার আহরিত বেতন-ভাতার বিবরণী এবং গাজীপুর সিটি করপোরেশনে দাখিলকৃত সম্পদ বিবরণীর সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক।

দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয় উপপরিচালক মোজাহের আলী সরদার জানান, গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলের বিরুদ্ধে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গিয়েছে। দুদক কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৩০ আগস্ট ইব্রাহিম খলিলের চাকরিকালীন সমুদয় বেতন-ভাতা এবং গাজীপুর সিটি করপোরেশন দাখিলকৃত সম্পদ বিবরণীর সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ আমাকে চিঠি দিয়েছে। আমি আমার সব তথ্য লিখিত আকারে জানিয়ে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ