সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

ফ্লাইওভারে জন্মদিনের পার্টি করতে গিয়ে আটক ২১ তরুণ

প্রতিনিধির / ৩০৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
ফ্লাইওভারে জন্মদিনের পার্টি করতে গিয়ে আটক ২১ তরুণ
ফ্লাইওভারে জন্মদিনের পার্টি করতে গিয়ে আটক ২১ তরুণ

ভারতের পূর্ব দিল্লির একটি ফ্লাইওভারে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন আনশ কোহলি (২১) নামের এক তরুণ। সেখান থেকেই গতকাল মঙ্গলবার রাতে ২১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ফ্লাইওভারে জন্মদিন উদযাপন করছিলেন পূর্ব দিল্লির জগত পুরীর বাসিন্দা আনশ কোহলিসহ তার বন্ধুরা। নিষেধাজ্ঞা অমান্য করে ফ্লাইওভারে জন্মদিনের পার্টি ও হট্টগোলের অভিযোগে তাদের আটক করেছে ইন্দিরাপুরম পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আটটি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এসপি জ্ঞানেন্দ্র সিং বলেন, আটক ২১ তরুণ সেখানে কেট কাটার পাশাপাশি উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। শুধু তাই নয়, তারা এলোমেলোভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলেও বাধা সৃষ্টি করেন।

আটককৃতরা রাস্তায় অন্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ২১ তরুণকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।

অবশ্য এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories