শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:০৬ পূর্বাহ্ন

অবসরের পরও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর

প্রতিনিধির / ২৮৮ বার
আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
অবসরের পরও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর
অবসরের পরও অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন বেনজীর

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবসরোত্তর ছুটিতে থাকাকালে অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ। তিনি ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।

প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের গাড়িসহ সাদা পোশাকের ছয় জন পুলিশ সদস্যের একটি দল বিদায়ী আইজিপির নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি দুই সশস্ত্র দেহরক্ষীর সুরক্ষাও পাবেন।

এছাড়াও বেনজীরের বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনজন প্রহরী থাকবে।

আড়াই বছর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর বেনজীর ২০২০ সালের এপ্রিলে আইজিপি নিযুক্ত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ