ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সহকারী প্রোগ্রামার পদের পরীক্ষা ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএসসিসির মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা কর্মকর্তা পদের পরীক্ষা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীরা আজ সোমবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
অনলাইনে প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ ডিএ দেওয়া হবে না।