শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন

মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, মেয়রসহ ১৯ জনকে হত্যা

প্রতিনিধির / ৩৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, মেয়রসহ ১৯ জনকে হত্যা
মেক্সিকোয় বন্দুকধারীদের হামলা, মেয়রসহ ১৯ জনকে হত্যা

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সিটি হলে ঢুকে এই হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা।

নিহত মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। তার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সিটি মেয়র। হামলার আগে বাড়িতে ঢুকে তাকেও গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর তার দল পিআরডি কনরাডোর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। তারা হামলার জন্য দায়ী করেছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে।

এদিকে, হামলার পর দেশোটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, হামলার কিছু সময় আগে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ লস টেকিলেরোসের সদস্যরা এই অঞ্চলে ফিরে আসার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে একটি ভিডিওবার্তা প্রকাশ করে। তারা নিরাপত্তা বাহিনীকে শহরে প্রবেশে বাধা দেওয়ার জন্য বড় যানবাহন দিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল।

এ ঘটনায় গুয়েরেরোর প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাডো পিনেদা টুইট বার্তায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ