রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের বে নম্বর ১২ এর পাশে ডাস্টবিন হতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো এসব স্বর্ণ পাওয়া যায়। স্বর্ণ উদ্ধার অভিযান পরিচালনা করে ঢাকা কাস্টম হাউস।
পরিত্যক্ত এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।