রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি বাস উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দু’বাস শেওড়া রেলগেট এলাকায় পৌঁছালে আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এর মধ্যে বেপরোয়া গতির কারণে ও এক বাসের ধাক্কায় অন্যটি রাস্তায় উল্টে যায়।
তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।