মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

আগে যাওয়া নিয়ে রেষারেষি, বিমানবন্দর সড়কে বাস উল্টে আহত ১২

প্রতিনিধির / ১৪৬ বার
আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
আগে যাওয়া নিয়ে রেষারেষি, বিমানবন্দর সড়কে বাস উল্টে আহত ১২
আগে যাওয়া নিয়ে রেষারেষি, বিমানবন্দর সড়কে বাস উল্টে আহত ১২

রাজধানীর বিমানবন্দর সড়কের শেওড়া এলাকায় বেপরোয়া গতিতে চলা একটি বাস উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে শেওড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর থেকে আজিমপুরগামী ভিআইপি-২৭ পরিবহনের দু’বাস শেওড়া রেলগেট এলাকায় পৌঁছালে আগে যাওয়া নিয়ে রেষারেষি করতে থাকে। এর মধ্যে বেপরোয়া গতির কারণে ও এক বাসের ধাক্কায় অন্যটি রাস্তায় উল্টে যায়।

তিনি বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়েছেন। যাত্রীদের অনেকেই আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া কয়েকজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ