গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় শিশু খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান বঙ্গ-সিফুড প্রডাক্টসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ভেজাল বিরোধী প্রধান জানান, শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি রবিনহুড ড্রিংকস, মিস্টার এডিবল জেল, আচারসহ শিশু খাদ্য, মুড়ি, সরিষার তেল, টোস্ট বিস্কুট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাংসের মসলা উৎপাদন করে আসছিল।
বিএসটিআই কর্তৃক প্রদত্ত লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার করে অবৈধভাবে এসব খাদ্য সামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণসহ বাজারজাত করা, শিশু খাদ্য তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করা, ওজনে কম দেয়া, বিভিন্ন কেমিক্যাল যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, ল্যাবের ফ্রিজে বিভিন্ন রিএজেন্টের সঙ্গে পঁচা কাঁচা মরিচ ও গুড়া সংরক্ষণ করায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।