ইউক্রেনের যুদ্ধ যেন ইউরোপের অন্য দেশগুলোতে না ছড়িয়ে পড়ে, এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বললেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপের দেশগুলোর নেতাদের প্রথম সম্মেলনে বৃহস্পতিবার এ কথা বলেন জেলেনস্কি। খবর আনাদোলুর।
এতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশ ছাড়াও তুরস্ক, যুক্তরাজ্য, সার্বিয়া এবং ইউক্রেনসহ ইউরোপের আরও ১৭ দেশের নেতারা যোগ দেন।
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ৪৪ দেশের অংশগ্রহণে ওই সর্ব ইউরোপীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সম্মেলনে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে ইউরোপের নেতাদের ঐক্যবদ্ধভাবে রুশ আগ্রাসন মোকাবিলার আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, এ যুদ্ধ কোনোভাবেই ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না।