সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো তিন শিক্ষার্থীর

প্রতিনিধির / ১২২ বার
আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো তিন শিক্ষার্থীর
ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো তিন শিক্ষার্থীর

যশোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- যশোর সদরের এড়েন্দা গ্রামের আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের আরমান (১৯) ও একই গ্রামের সালমান হোসেন (২০)। তারা সবাই নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার (৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ছুটির দিনে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয় সালমান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নতুনহাট স্টোন ইট ভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি বেশ কিছুদূর গিয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আরেকজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘাতক ট্রাক চালককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ