শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

ক্রিমিয়া-রাশিয়া সেতু বিস্ফোরণ: নিহত বেড়ে ৩, আংশিক যান চলাচল শুরু

প্রতিনিধির / ৭৮ বার
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
ক্রিমিয়া-রাশিয়া সেতু বিস্ফোরণ: নিহত বেড়ে ৩, আংশিক যান চলাচল শুরু
ক্রিমিয়া-রাশিয়া সেতু বিস্ফোরণ: নিহত বেড়ে ৩, আংশিক যান চলাচল শুরু

ক্রিমিয়া ও রাশিয়াকে সংযোগকারী একমাত্র সেতুতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে এ পর্যন্ত তিনজনের প্রাণহানি হয়েছে। বেশ কয়েকঘন্টা সামরিক পণ্য সরবরাহ বন্ধ থাকার পর শুরু হয়েছে আংশিক যান চলাচল।

কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ‘কার্চ ব্রিজ’। ১৯ কিলোমিটার দীর্ঘ ব্রিজটি ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতু। প্রাথমিকভাবে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করা না হলেও এই ঘটনাকে পুতিন প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা। ঘটনার পরপরই ক্রিমিয়া সেতুর নিরাপত্তা বাড়াতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যে জেনারেল সের্গেই সুরোভিকিনকে চলমান যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে ক্রেমলিন।

এদিকে, শনিবার (৯ অক্টোবর) পরপর সাতটি ক্ষেপনাস্ত্র হামলায় ইউক্রেনের জাপোরিজ্জিয়ার একটি পাঁচতলা ভবন সম্পূর্ণ ধূলিসাৎ হয়। একশিশুসহ নিহত হয় অন্তত ১৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ