বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎখাতে লুটপাটের কারণেই সারাদেশে নজিরবিহীন লোডশেডিং।
শনিবার (৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাতে অংশ নেন। এর পর তৃতীয় তলায় এক ব্রিফিংয়ে রিজভী এসব বলেন।
রিজভী বলেন, তারা বলেছিলো লোডশেডিংকে নাকি জাদুঘরে পাঠিয়েছে। এখন তাদের আসল চেহারা বের হয়ে এসেছে।
মানুষকে বিভ্রান্ত করে সরকার তাদের নীল নকশা বাস্তবায়নের পথে হাঁটছে। এক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী সরকার ভোট ডাকাতির পথে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্গার্পূজার দশমীর দিনে বুড়িগঙ্গায় বির্সজনের সময় বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে বাধা দিয়ে উল্টো তার নামে সাধারণ ডায়েরি করার নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে।