বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন

৮ মাস আগেই বিচ্ছেদ!

প্রতিনিধির / ৫৫ বার
আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
৮ মাস আগেই বিচ্ছেদ!
৮ মাস আগেই বিচ্ছেদ!

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে ঢালিউড গরম। বিয়ে, সন্তান ও বিচ্ছেদ এনিয়েই চলছে নানান কথা, নানান গুঞ্জন। এরই মধ্যে আড়ালে থাকা দুই তারকার সন্তান প্রকাশ্যে এসেছে। কিন্তু নতুন খবর হলো, ৮ মাস আগেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন বলেও জানা গেছে।

শাকিব খানের আইনজীবীসহ তাদের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এক ফেসবুক পোস্টে বুবলি জানিয়েছিলেন, তার সঙ্গে শাকিব খানের বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়।

জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

অপরদিকে কয়েকটি সূত্রে জানা যায়, ‘গলুই’ সিনেমায় কাজ করার সময়ে নায়িকা পূজা চেরীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব খান। ‘গলুই’-এর শুটিং শেষ করেই আমেরিকায় পাড়ি জমান তিনি। সেখান থেকেই পূজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন শাকিব। সে সময় বেশ কয়েকবার আমেরিকায় যাওয়ার চেষ্টাও করেন পূজা। কিন্তু ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার।

গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব। দেশে এসেই আবার পূজার সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে থাকেন। এবার পূজাকে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছেন তিনি। জানা গেছে, পূজা যুক্তরাষ্ট্রের ভিসাও পেয়ে গেছেন। সব ঠিক থাকলে আগামী মাসেই আমেরিকা পাড়ি জমাবেন শাকিব-পূজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ