মোবাইল বা কম্পিউটার ইউটিউবে কোন ভিডিও দেখতে গেলে বিভিন্ন কোম্পানির অ্যাডের ঝামেলায় বিরক্তির শেষ নেই। টিভির বিকল্প হিসাবে যখন অনলাইন এসব মাধ্যমকে মানুষ বেছে নেয়, তখনই টেক জায়ান্টরা এখানেও অ্যাডের ব্যবসায় বাজিমাত।
যেভাবে অ্যাড ফ্রি ভিডিও দেখবেন:
ডেস্কটপ বা ল্যাপটপে:
• প্রথমে ব্রাউজারে ইউটিউব লিখে সার্চ করুন।
• যে কোনো ভিডিও চালু করে নিন।
• এরপর সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবে ‘টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ যোগ করে কিবোর্ড থেকে এন্টার চাপুন।
ব্যাস আপনার কাজ শেষ।
স্মার্টফোনে:
• প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করুন।
• তারপর ডেক্সটপ মোড ওপেন করে নিন।
• তারপর ইউটিউবে যে কোন ভিডিও ওপেন করে নিন।
• সার্চ বারের ইউআরএলে ক্লিক করে ইউটিউবের টি’-এর পর একটি ‘হাইফেন (-)’ বসিয়ে দিন। তারপর উপভোগ করুন অ্যাড ফ্রি ভিডিও।