সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

ইতিবাচক জীবনে ফিরতে বড় পদক্ষেপ করণ জোহরের

প্রতিনিধির / ২১৩ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
ইতিবাচক জীবনে ফিরতে বড় পদক্ষেপ করণ জোহরের
ইতিবাচক জীবনে ফিরতে বড় পদক্ষেপ করণ জোহরের

সোশ্যাল মিডিয়া-ই নাকি আজকাল যত গন্ডোগোলের আখরা। ‘সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতায় ভরে গিয়েছে’। এমন অভিযোগ তোলেন এমন নেটনগরিকের সংখ্যা নেহাত কম নয়। বহু তারকাকেও এমন কথা বলতে শোনা গিয়েছে। বলিউডের পরিচালক, প্রযোজক, সঞ্চালক করণ জোহরও হয়ত সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতার কথাই বিশ্বাস করেন। আর সেকারণে ইতিবাচক জীবনে ফিরতে, বলা ভালো জীবনের নতুন অর্থ খুঁজতেই বড় পদক্ষেপ করলেন করণ জোহর।
করণ ঠিক কী পদক্ষেপ করেছেন, তা হয়ত অনেকেই বুঝে গিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন সোমবার সকালেই ট্যুইটার ছাড়ার কথা ঘোষণা করেছিলেন করণ জোহর। যেমন বলা, তেমন কাজ। বাস্তবেই ট্যুইটার ছেড়ে বেরিয়ে গেলেন করণ। সোমবার শেষ ট্যুইট কারার কিছুক্ষণ পর থেকেই করণের প্রোফাইলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ ট্যুইটে ঠিক কী লিখেছিলেন করণ জোহর? করণ লেখেন, ‘জীবনে ইতিবাচক শক্তি প্রবেশের জন্য জায়গা করে তুলতে চাই। এটা তারই একটা পদক্ষেপ। গুডবাই ট্যুইটার।’

করণের এই ট্যুইটের নিচে কমেন্টও করেন বহু নেটনাগরিক। কেউ লেখেন, ‘বিদায় করণ, ঝলক দিখলাজাতে দেখা হবে।’ কেউ লেখেন, ‘ভালোবাসা ও সমর্থন রইল, আরও ভালো ছবির জন্য অপেক্ষা করে রইলাম’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories