মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

ইসরায়েলি সেনা হত্যাকারীর সন্ধানে চিরুনি অভিযান, উত্তপ্ত জেরুজালেম

প্রতিনিধির / ১২১ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
ইসরায়েলি সেনা হত্যাকারীর সন্ধানে চিরুনি অভিযান, উত্তপ্ত জেরুজালেম
ইসরায়েলি সেনা হত্যাকারীর সন্ধানে চিরুনি অভিযান, উত্তপ্ত জেরুজালেম

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সাথে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জেরুজালেম। সোমবার (১১ অক্টোবর) ইহুদি সেনা হত্যাকারীর বিরুদ্ধে তল্লাশি অভিযানের সময় ব্যাপক সহিংসতা ঘটে।

 

সন্দেহভাজন হামলাকারীর সন্ধানে এদিন জেরুজালেমের এক শরণার্থী শিবিরে চিরুনি অভিযান চলে। বাড়িঘর, দোকানপাটেও তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় ক্যাম্প থেকে সেনাদের উদ্দেশে ইট-পাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা। অগ্নিসংযোগও করে বিক্ষুব্ধরা। জবাবে টিয়ার গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী।

গত শনিবার (৮ অক্টোবর) রাতে জেরুজালেমের তল্লাশি চৌকিতে হামলা চালালে গুরুতর আহত হন চার জন সেনা। হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয় এক নারী সেনা সদস্যকে। এরপরই পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলাকারীর সন্ধানে অভিযান শুরু করে তেল আবিব। একদিন আগেই গোলাগুলিতে প্রাণ যায় চার ফিলিস্তিনির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ