নীলফামারীর ডোমারে ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি গামী মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নবী বক্স (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে ডোমার রেল স্টেশনের আউটার সিগনালের কাছে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া নবী বক্স জেলার সৈয়দপুরের খালিশা বেলপুকুর পাশাড়িপাড়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। তিনি বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মারা যাওয়া নবী বক্স রাতে ডোমার রেল স্টেশনে ঘুমাতেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।