শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশে পণ্য উৎপাদনে পৌনে আট কোটি ডলার বিনিয়োগে সিঙ্গার

প্রতিনিধির / ১৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
বাংলাদেশে পণ্য উৎপাদনে পৌনে আট কোটি ডলার বিনিয়োগে সিঙ্গার
বাংলাদেশে পণ্য উৎপাদনে পৌনে আট কোটি ডলার বিনিয়োগে সিঙ্গার

বাংলাদেশে গৃহস্থালী পণ্য উৎপাদনে ৭ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগে কারখানা নির্মাণ করছে বহুজাতিক কোম্পানি সিঙ্গার।

সোমবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে সিঙ্গার বাংলাদেশের সংবাদ সম্মেলনে এ কারখানা স্থাপনের অগ্রগতির বিষয়ে জানানো হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) অত্যাধুনিক এ কারখানার নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে এসি, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন, রুম হিটারসহ বিভিন্ন গৃহস্থালী পণ্য উৎপাদন করা হবে।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও কচ গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আর্চেলিকের সহযোগিতায় এ কারখানা নির্মাণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, কচ গ্রুপের ডিউরেবল গুডস কোম্পানির প্রেসিডেন্ট ড. ফাতিহ কেমাল এবিচলিওগ্লু, আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার জেমাল জান ডিনচার, সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ এম ফাইরোজ বক্তব্য দেন।

ফাইরোজের দাবি, বাংলাদেশের ওয়াশিং মেশিন বাজারে প্রথম ও এসি বিক্রিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার। এখানকার গ্রাহকদের আস্থা ধরে রেখে মানসম্মত পণ্য তৈরি করার কথা বলেন তিনি।

এ কারখানা স্থাপনের মাধ্যমে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, এটির মাধ্যমে নিজেদের একটি সাপ্লাই চেইনও তৈরি করবে সিঙ্গার।

আর্চেলিকের চিফ কমার্শিয়াল অফিসার ডিনচার বলেন, “আমরা ২০১৯ সালে সিঙ্গার বাংলাদেশ অধিগ্রহণের পর সবচেয়ে বড় বিনিয়োগ করেছি। আমরা বিশ্বাস করি, এই বিনিয়োগ বাংলাদেশে আমাদের যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

“বাংলাদেশের জন্য পণ্যের ৯০ শতাংশ এই প্ল্যান্টে উৎপাদন করার পরিকল্পনা করছি।”

২০১৯ সালে তুরস্কের কোম্পানি আর্চেলিক সিঙ্গারের মূল উদ্যোক্তা রিটেইল হোল্ডিংসের কাছ থেকে কোম্পানিটির ৫৭ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নেয়; এ জন্য মোট ৬৩০ কোটি টাকা মূল্য পরিশোধ করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ