মঙ্গলবার (১১ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
আটক মো. ইকবাল হোসেন, মৃত এ কে এম ইউনুছের সন্তান, তার বাড়ি কুমিল্লা জেলার লালমাই থানার কেদার দুয়ার গ্রামে। সোমবার (১০ অক্টোবর) রাত ১০টায় পল্টন এলাকা থেকে র্যাব-৩ এর অভিযান শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স, তিনটি এটিএম কার্ড, একটি মানিব্যাগ এবং নগদ ৬৪ হাজার ৮৮০ টাকা জব্দ করা হয়।
কর্নেল আরিফ জানান, ইকবালের জনশক্তি রপ্তানির কোনো লাইসেন্স নেই। সে সৌদি আরবে ফার্মেসিতে উচ্চবেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ লোভনীয় কথাবার্তা বলে প্রতারণামূলকভাবে ভিকটিমের কাছে থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি তার সহযোগীরা সৌদি আরবে ভিকটিমদের পাসপোর্ট ও ভিসা নিয়ে একটি রুমে আটক করে রাখে। পরে ভিকটিমদের শারীরিক ও অমানুষিকভাবে নির্যাতন করতে থাকে এবং সৌদি আরবে চাকরির জন্য আরও টাকা দাবি করে।