বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বিইউএফটি ক্যারিয়ার সামিট

প্রতিনিধির / ১৪০ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বিইউএফটি ক্যারিয়ার সামিট
৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে বিইউএফটি ক্যারিয়ার সামিট

বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বড় পরিসরে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিইউএফটি ক্যারিয়ার সামিট ২০২২’।

গত ১০ অক্টোবর বিইউএফটিতে প্রথমবারের মতো এমন বড় আয়োজন করে বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ক্যারিয়ার সামিটে অতিথি ছিলেন মাসকো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহীন মোহাম্মদ, এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার শওকত ইকবাল, স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর লায়লা নাজনীন, কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল জলিল, ক্লাব অ্যাডভাইজর মনিরুজ্জামান রাসেল প্রমুখ।

টেক্সটাইল সেক্টরে ক্যারিয়ার বিষয়ে বক্তব্য রাখেন মাসকো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহীন মোহাম্মদ, শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ে কথা বলেন এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শওকত ইকবাল, সিভি রাইটিং নিয়ে কথা বলেন স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর লায়লা নাজনীন, মাইক্রোসফট অফিসের টুলসের বিভিন্ন প্রয়োজনীয় ব্যবহার নিয়ে কথা বলেন তরুণ কন্টেন্ট নির্মাতা সাদমান সাদিক।

গত বক্তব্য রাখেন ক্লাব অ্যাডভাইজর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মনিরুজ্জামান রাসেল। অনুষ্ঠান চলাকালে কানায় কানায় পূর্ণ ছিল বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলটি।

বিইউএফটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান বলেন, ‘শিক্ষার্থীর জীবনে এরকম ক্যারিয়ার ডেভেলপমেন্ট সামিটের গুরুত্ব অনেক। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এরকম আয়োজনে সবার অংশগ্রহণ ভীষণ জরুরি।’

এ ছাড়াও বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন বক্তারা। সমাপনী বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট নাহিদ আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ