বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

স্বর্ণের দুলের জন্য গৃহবধূকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

প্রতিনিধির / ৬৭ বার
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
স্বর্ণের দুলের জন্য গৃহবধূকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
স্বর্ণের দুলের জন্য গৃহবধূকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় মেঘনা উপজেলার ছয় বছর আগে সোনার দুলের জন্য এক গৃহবধূকে হত্যার দায়ে তিনজনের প্রাণদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম সেলিম।

দণ্ডিতরা হলেন-মেঘনা উপজেলার শিকির গাঁও এলাকার রাকিব হোসেন (২৮), একই এলাকার সুমন মিয়া (৩১) ও মানিকারচর এলাকার তছির মিয়া (৪১)।

রায় ঘোষণার সময় রাকিব ও তছির আদালতে উপস্থিত থাকলেও সুমন পলাতক রয়েছেন বলে জানান জহিরুল।

মামলার বিবরণে বলা হয়, মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আবদুল হাকিমের স্ত্রী জামিলা বেগম ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় নিখোঁজ হন। চারদিন পর নোয়াগাঁও এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জহিরুল বলেন, ঘটনার দিন জামিলা বাড়ি থেকে বেরিয়ে পাশের বাজারে পান আনতে যাচ্ছিলেন। এ সময় তার কানে সোনার দুল দেখে সেগুলো লুটের পরিকল্পনা করেন আসামিরা।

পরে তারা জামিলাকে পাশের একটি কৃষি জমিতে তুলে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ সেখানে লুকিয়ে রাখে। পরে তার সঙ্গে থাকা টাকা ও কানের দুলগুলো বিক্রি করে পাওয়া টাকা ভাগ বাটোয়ারা করে নেন তারা।

এ ঘটনায় ২৫ জুন জামিলার স্বামী বাদী হয়ে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

অপরাধ প্রমাণিত না হওয়ায় টিটু নামের এক আসামিকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ