বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিনিধির / ১৩৮ বার
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু
গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে সিয়াম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার লাটিয়ামারি বাজারে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া সিয়াম উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামান শরাফতের ছেলে। তিনি উচাখিলা স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান।

ওসি মোস্তাছিনুর রহমান জানান, সিয়াম বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এসময় লাটিয়ামারি বাজারে একটি টমটম থেকে বাঁশ নামানোর কাজ চলছিল। সিয়ামকে বহনকারী মোটরসাইকেলটি টমটমটিকে অতিক্রম করার সময় একটি বাঁশের শেষের অংশ ছিটকে এসে তার গলায় গিয়ে বিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় সিয়ামকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories