কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে টাংকিপাহাড় এলাকার ওই বাড়িতে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনেরা।
জানা গেছে, নিহত তরুণ মোহাম্মদ ওসমান পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।
স্বজনরা জানান, নির্মাণাধীন ওই বাড়িতে একাই বসবাস করতেন ওসমান। সেখানে দরজা-জানালা কিছুই নেই। প্রায় রাতেই ওই বাড়ির ছাদের উপর বন্ধুদের নিয়ে আড্ডা জমাতেন তিনি।
তারা আরও জানান, বুধবার রাত ১১ টার দিকেও অন্যান্য সময়ের মতো তাকে ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখেন স্বজনেরা। পরে ভোরে বাড়ির ভেতরে গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
আরও পড়ুন: মোংলায় বরফকল শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং এতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।