ভারতীয় ওষুধ কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালের কাশির সিরাপ পানের পর গাম্বিয়ায় ৬৯ শিশুর মৃত্যুর জেরে ওই কোম্পানির ওষুধ উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারত। বার্তাসংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেনদেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানা রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।
রয়টার্স জানিয়েছে, দিল্লির কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ আসার পর মেইডেন ফার্মাসিউটিক্যালসের বিষয়ে তদন্তে নেমেছিল ভারতের অন্যতম কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) এবং হরিয়ানা রাজ্যশাখা এবং রাজ্যসরকারের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কতৃপক্ষ। তদন্তে মেইডেন ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন সংক্রান্ত ১২টি অনিয়ম দেখতে পায় এই দুই কর্তৃপক্ষ সংস্থা।
সিডিএসসিও এবং খাদ্য ও ওষুধ প্রশাসন বিভাগের রিপোর্ট পাওয়ার পর মেইডেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সেইসাথে কোম্পানি কর্তৃপক্ষকেও নোটিশ দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে ভারতের বাজার থেকে মেইডেন ফার্মাসিউটিক্যালসের যাবতীয় ওষুধ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে (ডব্লিউএইচও) নেওয়া হয়েছিল সেই পদক্ষেপ।