লাইসেন্স ছাড়া মাদক আমদানিতে এলসি না খোলার নির্দেশ
লাইসেন্স ছাড়া মাদকদ্রব্য আমদানিতে এলসি না খোলার জন্য ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ নির্দেশনা দিয়ে সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠিয়েছে।
জানা যায়, লাইসেন্স না নিয়ে কিছু অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংকের এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে বিদেশ থেকে মাদকদ্রব্য আমদানি করছে। সেসব মাদকদ্রব্য বাজারজাতও করা হচ্ছে। এতে মাদকের অপব্যবহার বাড়ছে। পাশাপাশি সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক লাইসেন্স ছাড়া মাদকদ্রব্যের আমদানির এলসি না খোলার নির্দেশ দিয়েছে।