শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

১৮ দিনেও তাছলিমা বেগমের সন্ধান পায়নি পরিবার

প্রতিনিধির / ১৪০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা, সকালে মিললো গলাকাটা লাশ
গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা, সকালে মিললো গলাকাটা লাশ

চাঁদপুর শহর থেকে নিখোঁজ হয়ে যাওয়ার পর ১৮ দিনেও গৃহবধূ তাছলিমা বেগম (৪৯) এর সন্ধান পায়নি পরিবার। নিখোঁজের পর থেকেই তার পরিবারের সবাই দুশ্চিন্তায় দিন পার করছেন।

তিনি পরিবার পরিজন নিয়ে চাঁদপুর শহরের মমিনপাড়ার ভাড়া বাসায় থাকতেন। গত ২৫ নভেম্বর রোববার তিনি নিখোঁজ হন। পরদিন ২৬ নভেম্বর সোমবার চাঁদপুর সদর মডেল থানায় নিখোঁজের ডায়রি করা হয় (জিডি নং-১৭৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, তাছলিমা বেগমের স্বামী মো. সামছুল হক (৫৫) থানায় এসে জিডিটি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মেয়েকে কলেজ থেকে আনার জন্য মমিনপাড়াস্থ ভাড়া বাসা থেকে বের হয়ে তাছলিমা বেগম নিখোঁজ হন। নিখোঁজের দিন তার পরনে ছিলো কালো বোরকা।

স্থানীয়রা জানান, সামছুল হকের বাড়ি শরিয়তপুরের সখিপুরে। তিনি আনছার আলী মাস্টার কান্দী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।

তাছলিমা বেগমের কলেজ পড়ুয়া মেয়ে কেয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার মাকে গুম করা হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, আমরা তাছলিমা বেগমকে আইনি প্রক্রিয়ায় খোঁজাখুঁজির কাজ অব্যাহত রেখেছি। তাকে দ্রুত খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ