বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির / ১৪২ বার
আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জেরে লিয়াকত আলী (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী একই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

নিহত লিয়াকত আলীর সাথে তার চাচা, চাচাতো ভাইয়ের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে ওই বিরোধপূর্ণ জমিতে লিয়াকত আলী গাছ কাটতে যায়। এসময় প্রতিপক্ষরা গাছ কাটতে বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে লিয়াকত ও তার ভাই জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। হামলায় লিয়াকত ও জাহাঙ্গীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ