বাড়ির পাশে ধান ক্ষেতের আইলে ডলির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত মুর্শেদা আক্তার ডলি ওই গ্রামের মৃত আব্দুল রহমানের মেয়ে ও আহমদ আল শরিফের স্ত্রী।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ
নিহতের পরিবারের লোকজন জানান, ডলি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে,বটেশ্বরের একটি বাসায় কাজে যাওয়ার সময় রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি ।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বাংলানিউজকে বলেন, ওই নারী বটেশ্বরের একটি বাসায় কাজ করতেন। খুব সকালে উঠে কাজে যান। তিনি আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, কাজে যাওয়ার পথে বাড়ির পাশেই ধান ক্ষেতের আইলে রোগাক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন। সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছেন তারা। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।