ইতোমধ্যে টুইটারে নিজেকে সুগন্ধি বিক্রেতা হিসেবে অভিহিত করেছেন ইলন মাস্ক। তিনি বলেন, আমার মতো একজন লোকের পারফিউম ব্যবসায় আসাটা অনিবার্য ছিল। যে জন্য আমি এতদিন ধরে লড়াই করেছি।ওয়েবসাইটে সুগন্ধিটিকে ‘দ্রোহী স্পৃহার নির্যাস’ নামে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। প্রতি বোতলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এটি বিশ্ববাজারে আসবে।
‘বার্ন্ট হেয়ার’ নামের সুগন্ধিটি মাত্র কয়েক ঘণ্টায় ১০ হাজার বোতল বিক্রি হয়েছে। যার মূল্যমান প্রায় ১০ লাখ ডলার।
এর আগে ২০২০ সালে টেসলার ব্র্যান্ডে টাকিলা নামে অ্যালকোহল জাতীয় পানীয় নিয়ে আসেন ইলন মাস্ক। তাতে সাফল্যও ধরা দেয়। সেই ধারাবাহিকতায় এবার সুগন্ধি ব্যবসায় উদ্যোগী হলেন তিনি।
এরই মধ্যে আগের দামেই টুইটার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন ইলন মাস্ক। গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়াটি কিনতে চেয়েছিলেন তিনি।