ক্রবার সন্ধ্যায় নিহত রাফি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে পাশ্ববর্তী নাদপাড়ার উদ্দেশে রওয়ানা হন। পথে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে জোয়ার্দার পাড়ায় পৌঁছালে একটি পাটকাঠি বোঝাই ইঞ্জিনচালিত করিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন রাফি। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত রাফি উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামের মুজিবর হোসেনের ছেলে। সে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।