নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আগুন লেগে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শনিবার (১৫ অক্টোবর) ভোরে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় লোকজনরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
চৌমুহনী ফায়ার সার্ভিস ষ্টেশনের ডিউটিম্যান ফায়ার ফাইটার মাসুদ রানা জানান, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।