সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:১২ অপরাহ্ন

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

প্রতিনিধির / ১৫৭ বার
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে,ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

রোববার ভোর সাড়ে ৬টার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-ছ-১৪-০৭৮৮) কলারাই বাজার সংলগ্ন ১৯ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে একটি দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।রোববার (১৬ অক্টোবর) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের কলারাইবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের ছেলে ব্যাংক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান মাহি (৩৫) এবং সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপ-কমিটির সদস্য ও মোল্লারগাঁও ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা মো. আবু ছালেহের ছেলে মারজান আহমদ (৩০)। সৈয়দ লুৎফুর প্রাইম ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মকর্তা ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories