সম্প্রতি ইউক্রেনে রুশ বাহিনীর ব্যবহৃত ড্রোন ও মিসাইল ইরানের তৈরি বলে দাবি করে ও কিয়েভ ও ওয়াশিংটন। শুক্রবার (১৪ অক্টোবর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে সে অভিযোগ উড়িয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। বলেন, যুদ্ধরত কোনো পক্ষকে অস্ত্র দিয়ে সংকট দীর্ঘায়িত করতে চায় না তেহরান। আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনেও যুদ্ধের সমাপ্তি চান বলে জানান তিনি।
ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করেছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি তেহরান মস্কোর কাছে অস্ত্র সরবরাহ করেনি এবং ভবিষ্যতেও করবে না।
সোমবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত মাসেই রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নেয় কিয়েভ। রাশিয়াকে ইরানি ড্রোন সরবরাহের অভিযোগে একটি কোম্পানির উপর নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র।