শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে (টিসিবি)

প্রতিনিধির / ৮৭ বার
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে (টিসিবি)
ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে (টিসিবি)

মাসিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ অক্টোবর) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

এ দফায় সারাদেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবার চলতি অক্টোবর মাসের জন্য টিসিবির পণ্য কিনতে পারবে।রোববার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরিবার কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় বিক্রি করবে টিসিবি। টিসিবি বলছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য ১৭ অক্টোবর (সোমবার) শুরু হয়ে মাসব্যাপী চলবে।

সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এই সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ