সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, ধরপাকড়, মিথ্যা মামলায় গ্রেপ্তার এবং জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তবে এই কর্মসূচি খুলনা বিভাগের জন্য প্রযোজ্য হবে না।মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।