অনুশীলন না থাকায় বুধবার সতীর্থদের নিয়ে গলফ খেলতে গিয়েছিলেন ইংলিস। তবে একটি শট মারতে গিয়ে হাতে চোট পান তিনি। তার হাতের কিছুটা অংশ কেটে যায়। হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাকে। হাতের চোট খতিয়ে দেখে চিকিৎসকেরা জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি।
গলফ খেলতে গিয়ে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার রিজার্ভ উইকেটরক্ষক জশ ইংলিস। তিনি দলের মূল উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের ব্যাকআপ হিসেবে ছিলেন। তবে আসরে দলের সঙ্গে আর থাকা হচ্ছে না তার।ইংলিসের পরিবর্তে এখনো কারও নাম জানায়নি অস্ট্রেলিয়া। তবে উইকেটরক্ষকের বদলে কোনও ব্যাটার বা বোলারকে দলে নিতে পারে তারা।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘দলে একটা সমস্যা হয়েছে। চোটের কারণে ইংলিসকে পাব না। দলের প্রথম উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েড যদি চোট পায় তা হলে কে উইকেটের পিছনে দাঁড়াবে সেটা ঠিক করতে হবে। তবে ইংলিসের পরিবর্তে কোনো উইকেটরক্ষককে দলে নেওয়া হবে কি না, সেটা এখনও ঠিক হয়নি।’
এদিকে ইংলিসের পরিবর্তে তিন জন ক্রিকেটারের নাম উঠে আসছে। তারা হলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও পেসার ন্যাথন এলিস।