গাজীপুরে রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ
সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা হয় স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন। মেরামতের সময় উপজেলায় সাতখামাইর এলাকার রেললাইনের ওপর ওই ক্রেনটি উল্টে পড়ে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সাতখামাইর এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে
আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের পর ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।