শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতে যাওয়ার সময় ২৪টি স্বর্ণের বারসহ আটক ৫

প্রতিনিধির / ৮৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতে যাওয়ার সময় ২৪টি স্বর্ণের বারসহ আটক ৫
দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতে যাওয়ার সময় ২৪টি স্বর্ণের বারসহ আটক ৫

দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ২৪টি স্বর্ণের বারসহ ৫ বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়েছে।বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে হিলি চেকপোস্টে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট শোয়েব রায়হান।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান।

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট শোয়েব রায়হান বলেন, ইমিগ্রেশনের কার্যক্রম শেষে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুইজনকে আটক করা হয়।

তাদের তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও ৩ জনকে তল্লাশি করে আরও ৩টিসহ মোট ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৮ লাখ কোটি টাকা বলে তিনি জানান। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ